অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের বেড়েই চলেছে ভারতেও। রবিবার গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৬ জনে। এর মধ্যে অ্যাক্টিভ কেস ১৮ হাজার ৯৫৩। সেরে উঠেছেন ৫ হাজার ২০৯ জন। আর মারা গেছে ৮২৪ জন।
শেষ পাওয়া খবরে মহারাষ্ট্র আক্রান্তের বিচারে সব থেকে এগিয়ে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮১১ জন। মারা গেছে ২২ জন। এ নিয়ে এই রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩।
এরপরেই রয়েছে গুজরাট, দিল্লি, রাজস্থান। গুজরাটে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭১ জন। মারা গেছে ১৩৩ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬২৫। মারা গেছে ৫৪ জন।
চতুর্থ স্থানে মধ্যপ্রদেশ। গোটা রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৬। মারা গেছে ৯৯ জন। এরপরেই রয়েছে রাজস্থান। সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৩, মারা গেছে ৩৩ জন। এরপর তালিকায় রয়েছে তামিলনাড়ু। সেকানে ১ হাজার ৮২১ জন আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ২৩। সূত্র: কলকাতা২৪