অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে নতুন এক ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করা ‘আম্ফান’ উপকূলে আছড়ে পড়তে পারে এপ্রিলের শেষে বা মে’র একেবারে প্রথমেই। ঘূর্ণিঝড়ের বর্তমান তালিকার এটিই শেষ নাম।
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, এটি বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলীয় অঞ্চলের ৬৪তম ঘূর্ণিঝড়।
ঘূর্ণিঝড়ের তালিকার নাম শেষ হওয়ায় এ জন্য ডব্লিউএমও আঞ্চলিক আবহাওয়া সংস্থা আরএসএমসির কাছে নামের তালিকা চেয়েছিল। আরএসএমসির সদস্য দেশের দেওয়া মোট একশ ৬৯টি নাম থেকে বাছাই করা হবে এ অঞ্চলের ৬৫তম ঘূর্ণিঝড়ের নাম। এই অঞ্চলের আঞ্চলিক আবহাওয়া সংস্থার সদস্য রয়েছে বাংলাদেশসহ ১৩টি দেশ।
দেশগুলো হলো বাংলাদেশ ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আরব আমিরাত ও ইয়েমেন।
বিশ্ব আবহাওয়া সংস্থা চলতি এপ্রিল মাসে সম্ভাব্য একশ ৬৯টি ঘূর্ণিঝড়ের নামের তালিকার অনুমোদন দিয়েছে। এই তালিকা ২২ এপ্রিল ডব্লিউএমও বঙ্গোপসাগর ও আরব সাগরের আরএসএমসির সদস্য দেশগুলোর কাছে পাঠানো হয়।
বাংলাদেশের দেওয়া নামের মধ্যে গৃহীত নামগুলো হলো- নিসর্গ, বিপর্যয়, অর্ণব, উপকূল, বর্ষণ, রজনী, নিশীথ, ঊর্মি, মেঘলা, সমীরণ, প্রতিকূল, সরবর, মহানিশা। নয়া দিল্লিভিত্তিক আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্র (আরএসএমসি) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) নামগুলো গ্রহণ করেছে।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতও কয়েকটি নাম পাঠিয়েছে। তাদের দেওয়া নামগুলো হলো গতি, তেজ, মুরাসু, আগ, ব্যোম, ঝড়, প্রবাহ, নীর, প্রভঞ্জন, ঘূর্ণি, অম্বুদ, জলধি এবং ভেগা। পাকিস্তানের দেওয়া নামগুলো হলো গুলাব, আসনা, সাহাব, আফসান, মানাহিল, সুজানা, পারওয়ায, জান্নাতা, সারসার, বাদবান, সাররাব, গুলনার, ওয়াসেক।
মিয়ানমার নাম দিয়েছে তুয়াতি, মিগজায়ুম, নাগামান, কাজাথি, যাবাগজি, ইউয়ুম, মউইহু, কাউই, পিংকু, জিনগাউন, লিনইওনি,কাইকান, বাউপা। শ্রীলঙ্কা দিয়েছে আসানি, শাক্তি, জিগুম, গগনা, ভারামভা, গাজানা, নিবা, নিনাদা, ভিদুলি, ওঝা, সালিথা, রিভি, রুদু।
ইরানের দেওয়া নামগুলো হলো-নিভার, হামুন, আগভান, সিপান্দ, বুরান, আনাহিতা, আজআর, পোয়ান, আরশাম, হেনজামি, সাভাস, তাহামতান, তুফান। সৌদি আরব নাম দিয়েছে জাওয়াদ, ফেনগাল, ঘাজির, আসিফ, সিদরাহ, হারিদ, ফাইদ, কাসির, নাখিল, হাবুব, বারেক, আরিম, ওয়াবিল।
মালদ্বীপের পাঠানো নামগুলো হলো-বুরিভি, মিদহিল, কানি, ওডি, কিনাউ, এন্ধেরি, রিয়াউ, গুরুভা, কুবাংগি, হোরাংগু, থুনডি, ফানা। ওমানের পাঠানো নামগুলো হলো ইয়াস, রিমাল, সাইল, নাসিম, মুথন, সাদিম, দিমা, মানজর, রুকাম, ওয়াতাদ, আল-জারয, রাবাব, রাদ।
কাতারের পাঠানো নামগুলো হলো- শাহীন, ডানা, লুলু, মউজ, সুহাইল, সাদাফ, রিম, রায়হান, আনবার, ওউদ, বাহার, সাফ, ফানার। থাইল্যান্ড পাঠানো নামগুলো হলো সিতারাংগ, মনথা, থিয়ানুট, বুলান, ফুতালা, আইয়ারা, সামিংগ, কারইসন, মাতচা, মাহিংসা, ফারিওয়া, আাসুরি, থারা।
আরব আমিরাতের পাঠানো নামগুলো হলো-মানদউস, সেনইয়ার, আফুর, নাহ-হাম, কুফফাল, দামান, দিম, গারগুর, খুব, দিগল, আথমাদ, বুম, সাফার। আর ইয়েমেনের পাঠানো নামগুলো হলো ব্রম, শুকরা, ফারতাক, দারসাহ, সামহাহ, বাকহুর, ঘাওয়েযি, হাউফ, বালহাফ, মোকহা, দিতওয়াহ, দিকসাম, সিরা।