করোনাভাইরাস : বিশ্বে মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৭ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক : করোনায় টানা দ্বিতীয় দিনের মতো প্রাণহানির ঊধগতি যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ২ হাজার ৪৯৮ জন। এ নিয়ে দেশটিতে প্রাণহানি প্রায় ৬১ হাজার।

যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ২৫ হাজার কোভিড নাইনটিন রোগী শনাক্ত হওয়ার পর সবমিলে আক্রান্ত ১০ লাখ ৩৮ হাজারের বেশি। বিশ্বজুড়ে প্রাণহানি ২ লাখ ২৭ হাজার এবং আক্রান্ত প্রায় ৩২ লাখ।
এখন পর্যন্ত ২ লাখ সাড়ে ২৭ হাজার মানুষ এই অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ দিয়েছেন। আক্রান্ত ৩২ লাখের কাছাকাছি। সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে আক্রান্ত প্রায় সাড়ে দশ লাখ মানুষ। মৃত্যুতেও শীর্ষে দেশটি।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৭৬৫ জন। অবশ্য ২ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হাসপাতালের বাইরে প্রাণ হারানো ৪ হাজার ৪’শ ১৯ জনকে সরকারি তালিকায় যুক্ত করে বুধবার প্রাণহানির নতুন তালিকা দিয়েছে ব্রিটেন। এতে দেশটিতে মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়ালো।

অক্সফোর্ডের বিজ্ঞানীরা দ্বিতীয় দফায় মানবদেহে ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে। অবশ্য রেমডেসেভির নামে ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রে। ব্রাজিল, পেরু, আর্জেন্টিনায় প্রাণহানি বেড়েই চলছে। ভারতে আক্রান্ত ৩০ হাজার ছাড়িয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, যেকোনো সন্ত্রাসী তৎপরতার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা। এক্ষেত্রে দেশে দেশে জাতীয় ঐক্যর বিকল্প নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *