গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৩৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলো।
বৃহস্পতিবার সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। এতে গত ২৮ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে দেখা যায়, গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৯১ জন।
জানা গেছে, জেলার শ্রীপুর উপজেলায় একজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার পর্যন্ত জেলায় করোনা পজিটিভের সংখ্যা ছিল ৩৩১ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৪ জন এবং শ্রীপুর উপজেলায় ২৩ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২৬৭৮ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ১২২ জনের।