টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে নতুন করে আরও ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার। তার বাড়ি ঘাটাইল উপজেলা হলেও তিনি টাঙ্গাইল পৌর এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। এ নিয়ে জেলায় মোট ২৪ জনের দেহে করোনার ভাইরাসে শনাক্ত হল।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান চিকিৎসক আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায় বলেন, আক্রান্ত চিকিৎসক ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি সরাসরি কোন রোগী দেখেন নাই। কিভাবে তিনি আক্রান্ত হলেন আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি।