টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজন স্বাস্থ্যসহকারী আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ২৭ জন।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন। আরোগ্য লাভ করেছেন সাতজন। আইসোলেশনে আছেন আটজন।
গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৫০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭৮ জন।
এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৫৯৩১ জন। হোম কোয়ারেন্টাইন থেকে মোট ৪৪৮৬ জন ছাড়া পেয়েছেন।
তবে বিদেশ ফেরত ২০৩২ জনকে তাদের ঠিকানা মতো খুঁজে পাওয়া যায়নি।
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে খোলা করোনা সংক্রান্ত নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।