ডাঃ শহিদুল ইসলাম।
*********************
রহমত গেলো মাগফেরাত এলো
সামনে নাজাত
কে পাবে কে পাবেনা ভাগ্যে
সেই মহিমান্বিত রাত।
আত্নছিদ্র অন্বেশিয়া সংশোধিয়া
লইতে যদিনা পারো
তবে কেন ! অনাহারে থেকে
ক্ষুধায় কষ্ট করো ???
সাবান সোডা কাপড়ে দিলে
ময়লা নাহি রয়
সিয়ামে হয় আত্না শুদ্ধ
পাপ মুক্ত হয়।
আপন প্রবৃত্তির দাসত্ব হইতে
মুক্ত হওয়ার তরে
বছর ঘুরিয়া সিয়ামের মাস
আসে মুসলিম দ্বারে।
হাজার মাসের চেয়েও উত্তম
মাহে রমজান
সকল পাপের মুক্তি লাভে
করো কদরের সন্ধান।