নিজস্ব প্রতিবেদক : আমেরিকা প্রবাসী রাকিব নেহাল জয় এর অর্থায়নে আজ (৮/৫/২০২০ ইং ১৪ই রমজান) কুষ্টিয়ার দুইটি এতিম খানায় খাদ্য সামগ্রী বিতরন করা হয় । একটি আল-আমিন মহিলা এতিম খানা ও মিফতাহুুল উলুম মাদ্রাসা।
বর্তমান করোনা ভাইরাসের প্রাদূভাবে দুইটি এতিম খানায় প্রায় ১০ জন কোরআনের হাফেজ শিশু অবস্থান করছে বলে তিনি জানতে পারেন, তাদের কথা শুনে জয় নেহাল খাদ্য সামগ্রী বিতরন করেছেন । বিশিষ্ট সমাজ সেবক কামরুল হক পলাশ ও সমাজ সেবক আরিফুর রহমান কিশোর এর মাধ্যমে এই শিশুেেদর মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয় । এছাড়া জয় নেহালের স্কুল জীবনের বন্ধু বর্তমানে তিনি অসুস্থ্য সজ্যাশায়ী তার পরিবারেও খাদ্য সামগ্রী পৌছে দিেেয়ছন বলে জানা যায়।
মোবাইল ফোনে রাকিব নেহাল জয় বলেন, আমার মত লক্ষ,লক্ষ প্রবাসী, সমাজ সেবক,ধনী ব্যক্তি রয়েছে বাংলাদেশে তাদের সাধ্য অনুযায়ী সাহায্য করা উচিৎ। কোভিড-১৯ এর যুদ্ধে জয় লাভ করতে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন।
সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তি বর্গ বলেন ,তার মত দেশপ্রমীক আমাদের দেশের গর্ভ।