

কুমিল্লা প্রতিনিধি : একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভসহ মঙ্গলবার কুমিল্লায় আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৯ জনে। কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ কথা নিশ্চিত করেছেন।
ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, কুমিল্লা মহানগরে ১ নং ওয়ার্ডের একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, লাকসাম এবং দেবিদ্বারেও একজন করে নতুন আক্রান্ত হয়েছেন। নতুন করে দেবিদ্বারের একজন করোনায় মারা গেছেন।
জেলা সিভিল সার্জন অফিস জানান, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট তিন হাজার ৭৪৩ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে তিন হাজার ১৫২ জনের। মারা গেছে আট জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।