বগুড়ায় আরো ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নতুন করে আরো ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পুরুষ ২৫ জন, মহিলা ৯ জন এবং শিশু একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৩৫৭ জন। আক্রান্তরা হলেন বগুড়া সদরে ১২ জন, শেরপুর উপজেলায় ৭ জন, গাবতলী উপজেলায় ৪ জন, ধুনট উপজেলায় ৩ জন, সারিয়াকান্দি উপজেলায় ৩ জন, নন্দীগ্রাম উপজেলায় ৩ জন, দুপচাঁচিয়া, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় ১ জন করে। সদরের মধ্যে শহরের চেলোপাড়ায় ৫ জন, মাটিডালীতে ২ জন, সেউজগাড়ী, জলেশ্বরীতলা ও রাজাবাজারে একজন করে।

সোমবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, রবিবার রাতে বগুড়ার করোনা রোগিদের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা টেস্ট করার ফলাফলে বগুড়ার ১৭৭টির মধ্যে ৩৫ জন পজিটিভ, জয়পুরহাটের ৪টির মধ্যে ২টি পজিটিভ, সিরাজগঞ্জ জেলার ৭টির সবই নেগেটিভ। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৩৫৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২০ জন আর মারা গেছেন ১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *