নাটোর প্রতিনিধি : নাটোরে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে আজ ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রেকর্ড পরিমাণ একদিনে ১৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে নাটোরে দুইজন, পাবনা ১৩ ও রাজশাহীর চারঘাট উপজেলার একজন।
নাটোরে এ দুজন আক্রান্ত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে। এদের মধ্যে ১০ জন পুরোপুরি সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, তাঁরা এখনো এ সংক্রান্ত কোন তথ্য পাননি।