‘চীনে নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত, দ্বিতীয় দফার মহামারীর আশঙ্কা’

অনলাইন ডেস্ক : চীনে দ্বিতীয় দফার করোনা নিয়ে বাড়ছে শঙ্কা। এরই মধ্যে বেইজিংয়ে মাংসের বাজার থেকে নতুন করে সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত দুই দিন ধরে নতুন এই ক্লাস্টার জোন থেকে করোনা আক্রান্ত রোগী পাওয়ায় বাজারটি বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। গোটা চীনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১১ জন, তাদের উপসর্গহীন করোনায় আক্রান্ত। আক্রান্তের মধ্যে ছয় জনই বেইজিংয়ের।

বেইজিংয়ের ফেংতাই শহরের আক্রান্ত দুজনই পুরুষ এবং খাদ্য গবেষণা কেন্দ্রের একই ইউনিটের সহকর্মী। তারা জানায়, বাইরের দেশ বা উহান শহরের কারো সাথে তাদের সম্প্রতি যোগাযোগ হয়নি। দুজনের একজন গেল সপ্তাহে পূর্বাঞ্চলীয় কিংগাও শহর পরিদর্শন করেছেন। তাদের সংক্রমণের সূত্রটি এখনো অস্পষ্ট।

এ ঘটনার পর স্থানীয় অই মাংসের বাজার জীবাণুমুক্ত করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। একইসাথে করোনা শনাক্তের একজন সম্প্রতি একটি সামুদ্রিক মাছের বাজারে ভ্রমণ করায় সেটিও বন্ধ করা হয়েছে।

এই ঘটনায় দক্ষিণ বেইজিংয়ের ১১ একটি এলাকায় আবারো নতুন করে লকডাউন জারি করা হয়েছে। স্থানীয় প্রায় নয়টি স্কুল এবং কিন্ডারগার্টেন বন্ধ করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *