কুষ্টিয়ার ভেড়ামারায় ৯শ বোতল ফেন্সিডিলসহ সুমন নামের ১জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে স্যালো ইঞ্জিন চালিত ধানের বস্তা বোঝায় ট্রলিতে তল্লাসি চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।
এসময় ট্রলির মালিক পাবনা জেলার চড়াইমারী গ্রামের আসলাম প্রমানিক এর ছেলে সুমন হোসেন (২২) কে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্ষক (ওসি) সিকদার আক্কাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা ভেড়ামরা উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রাম থেকে ধান বোঝায় স্যালো ইঞ্জিন চালিত ট্রলিসহ সুমনকে আটকের পর তার স্বীকারোক্তিতে বিশেষ কায়দায় ধানের বস্তার মধ্যে লুকায়িত ৪টি প্লাস্টিক বস্তা ভর্তি এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত ফেন্সিডিল দৌলতপুর থেকে সংগ্রহ করে পাবনা জেলায় সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল বলেও জানায় আটক হওয়া সুমন। সুমনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় ডিবি পুলিশ।