ভারতে আরও ভয়াবহ করোনাভাইরাস পরিস্থিতি, এবার টপকে গেল স্পেনকেও

অনলাইন ডেস্ক : যত দিন ততই ভয়াবহ হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের তালিকায় এবার স্পেনকে ছাড়িয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ভারত। শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন, মৃত্যু ৬ হাজার ৯৪৬ জনের।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ‘সর্বোচ্চ’ ৯ হাজার ৮৮৭ জন শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ২৯৪ জন।
স্পেনে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৩১০ জন। সেখানে মারা গেছেন ২৭ হাজার ১৩৫ জন।

আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১৯ লাখ ১৯ হাজার ৪৩০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৯ হাজার ৭৯১ জন।

আক্রান্তে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আরও ৯০৪ জন এই রোগে মারা গেছেন। নতুন আক্রান্ত ২৭ হাজার ৭৫ জন। সব মিলিয়ে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে সরকারি হিসাবে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬ জনের মৃত্যু হল। মোট আক্রান্ত ৬ লাখ ৪৫ হাজার ৭৭১ জন।

তিন নম্বরে রাশিয়া। দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়, ১৯৭ জন। এর আগে সেখানে সর্বোচ্চ ২৩২ জন মারা যায়, সেটা ২৯ মে।

রাশিয়ান সরকারের দেওয়া তথ্যানুযায়ী, তাদের দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ হাজার ৮৫৫ জন আক্রান্ত হয়েছেন। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ১০২, মৃত্যু ৫ হাজার ৭১৭ জনের।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ৫৪৮ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ২৯৪ জন।

যে চীন থেকে গত ডিসেম্বরে রোগটি ছড়িয়েছিল সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন ৬ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে, যা আগের দিনের তুলনায় তিনজন বেশি।

চীন সরকারের দাবি অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ৩৬ জন এই রোগে আক্রান্ত হলেন, যাদের অধিকাংশই সুস্থ। মৃত্যু ৪ হাজার ৬৩৪ জনের।

গোটা পৃথিবীতে মৃতের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৩২১; বিপরীতে আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *