অনলাইন ডেস্ক :
ভারত সরকারের প্রধান বিজ্ঞান উপদেষ্টা ডা. কৃষ্ণস্বামী বিজয়রাঘবন বলেছেন, তৃতীয় ঢেউয়ের করোনাভাইরাস আরও দ্রুত প্রসারণশীল হবে এবং খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে।
তবে কবে এই তৃতীয় ঢেউ আসতে পারে তার কোনো ইঙ্গিত তিনি দেননি। ডা. কৃষ্ণস্বামী বিজয়রাঘবন বলেছেন, মানবদেহে কোভিড ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠায় ভাইরাস দ্রুত কোষ বিভাজনের মাধ্যমে নতুন চরিত্র নিচ্ছে। তৃতীয় এই ঢেউ সামলানোর জন্যে তিনি ব্যাপক টিকাকরণের ওপর জোর দেন। পাশাপাশি মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
এমিরেটাস অধ্যাপক ডা. কৃষ্ণস্বামী বিজয় রাঘবন দেশটির ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিকাল সায়েন্সেসের সাবেক পরিচালক। ২০১৮ সালের মার্চে তাকে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়।