‘ভারতের চেন্নাইয়ে ছুঁড়ে ফেলা হচ্ছে করোনায় মৃত ব্যক্তির লাশ-ভাইরাল ভিডিও’

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।ভিডিওতে দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তির লাশ ছুঁড়ে ফেলে দেয়া হচ্ছে।আর এই কাজ করেছেন চার স্বাস্থ্যকর্মী।

এমনটাই ঘটেছে ভারতের চেন্নাইয়ের পুদুচেরিতে। এই ঘৃণ্য কাজের জন্য চার স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

চেন্নাইয়ে এ ঘটনার ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে। এ প্রেক্ষিতে প্রশাসন বিষয়টির সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, চার স্বাস্থ্যকর্মী ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরে অ্যাম্বুলেন্স থেকে একটি লাশ নামিয়ে কবরে ছুঁড়ে ফেলে দেন।

স্বাস্থ্যকর্মীরা সেখানে উপস্থিত এক স্বাস্থ্যকর্তার অনুমতি নিয়েই লাশটি ছুঁড়ে ফেল দেয়।

এদিকে, ওই চার স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশিত বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

অভিযোগ, লাশ সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত পলিথিনে মুড়িয়ে বহনের নির্দেশ থাকলেও শুধু সাদা কাপড়ে ঢেকে আনা হয়।

ইন্ডিয়া এগেনস্ট করপোরেশন নামে একটি সংস্থা জানায়, অভিযুক্ত স্বাস্থ্যকর্মী এবং তাদের ঊর্ধ্বতনরা জরিমানাসহ শাস্তির মুখে পড়তে পারেন।কারণ, লাশের সঙ্গে অমানবিক আচরণ ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারার পরিপন্থী।সূত্র : ওয়েবসাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *