ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের দন্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও দুই চালকসহ আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
এরমধ্যে ঝিনাইদহ সদরে একজন ড্রাইভারসহ ২জন, কালীগঞ্জে দন্ত চিকিৎসক ও ট্রাকের চালকসহ ২ জন, কোটচাঁদপুরে ১ জন ও শৈলকুপায় ১ জন স্বাস্থ্যকর্মী ও মহেশপুরে ১জন সরকারি এ্যামবুলেন্সের চালক আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত দু’দিনে ঝিনাইদহে ৯ জনের শরীরে করানো শনাক্ত হলো।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ টি নমুনার ফলাফল পাঠানো হয়। এরমধ্যে রবিবার সকালে ৭ জনের শরীরে করোনা পজেটিভ তথ্য এসেছে।