অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রিয়াসাস হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, যদিও পশ্চিম ইউরোপে করোনাভাইরাস মহামারী “দৃশ্যত স্থিতিশীল হচ্ছে বা কমছে,” তার পরেও আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপে এই প্রবণতা উর্ধ্বমুখী যা উদ্বেগজনক।
“কোনও ভুল করবেন না- আমাদের দীর্ঘ পথ যেতে হবে, এই ভাইরাস আমাদের সঙ্গে রয়ে যাবে আরও দীর্ঘ সময়,” বলেন ডব্লিউএইচও’র মহাপরিচালক ড. টেড্রস আধানম গেব্রিয়াসাস।
তিনি বলেন, মানুষ বাড়িতে থাকতে থাকতে হতাশ। তবে আমাদের সামনে আছে একটি নতুন, স্বাভাবিক, স্বাস্থ্যকর ও নিরাপদ বিশ্ব।” সূত্র: বিবিসি বাংলা