করোনাভাইরাস আক্রান্তের তালিকায় বাংলাদেশ ১৯তম অবস্থানে

অনলাইন ডেস্ক : চীনের উহান প্রদেশ থেকে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বব্যাপী এ পর্যন্ত ৭৩ লাখ ৫৬ হাজার ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ৪ লাখ ১৪ হাজার ৪৩০ জন।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং প্রতিদিনই রেকর্ড হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডেোমিটারসের তালিকা অনুযায়ী বিশ্বে করোনায় সংক্রমণের দিক দিয়ে চীনের পরই বাংলাদেশের অবস্থান।

ওয়ার্ল্ডেোমিটারসের তালিকা অনুযায়ী, ৭৪ হাজার ৮৬৫ জন আক্রান্ত নিয়ে বাংলাদেশ ১৯ তম অবস্থানে রয়েছে। আর চীন ৮৩ হাজার ৪৬ জন আক্রান্ত নিয়ে ১৮ নম্বরে অবস্থান করছে। তবে দেশটিতে মৃত্যুর সংখ্যা চার হাজার ৬৩৪ জন।

যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে ২-৩ দিনের মধ্যেই চীনকে আক্রান্তের দিক দিয়ে বাংলাদেশ টপকে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের সংখ্যা ৩ হাজার ১৯০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন। গত ২৪ প্রাণ হারিয়েছেন ৩৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৯০০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *