কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় নতুন করে ২১ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৮২৬ দাঁড়ালো ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ২৪ মে ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৬১টি (কুষ্টিয়া জেলার ১৭৬টি, ঝিনাইদহ জেলার ২৬টি, মেহেরপুর জেলার ১১টি, চুয়াডাঙ্গা জেলার ৩৪টি, ঝিনাইদহ জেলার ৬৯টিএবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১৪ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে এবং সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া এর তথ্য মতে কুষ্টিয়া জেলায় ২১টি কোভিড-১৯ র্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার মোট ২১টি, চুয়াডাঙ্গা জেলার ০৪টি, ঝিনাইদহ জেলার ০৬টি এবং মেহেরপুর জেলার ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মোট ২১ জন ব্যক্তির মধ্যে ১৫ জন সদর উপজেলার, ০১ জন কুমারখালী উপজেলার, ০২ জন দৌলতপুর উপজেলার, ০১ জন ভেড়ামারা উপজেলার এবং ০২ জন মিরপুর উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ১৫জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) ০৪ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) কালিশংকরপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) জগতি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) জগতি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) আদর্শপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) শাপলাচত্বর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) স্বস্তিপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮) স্বস্তিপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯) স্বস্তিপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১০) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১১) পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১২) চৌড়হাস, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
কুষ্টিয়া কুমারখালী উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০১ জন ব্যাক্তির ঠিকানাঃ
১) কেশবপুর, জদুবয়রা, কুমারখালী, কুষ্টিয়া।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০২ জন ব্যাক্তির ঠিকানাঃ
১) লালনগর, দৌলতপুর, কুষ্টিয়া।
২) শেরপুর, দৌলতপুর, কুষ্টিয়া।
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০১ জন ব্যাক্তির ঠিকানাঃ
১) বাহিরচর, ভেড়ামারা, কুষ্টিয়া।
কুষ্টিয়া মিরপুর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০২ জন ব্যাক্তির ঠিকানাঃ
১) তালবাড়িয়া, মিরপুর, কুষ্টিয়া।
২) শিমপুর, মিরপুর, কুষ্টিয়া।
আজ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ০১ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
১) পোড়াদহ, মিরপুর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৮২৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,৫৮১ জন এবং মৃত্যবরণ করেছেন ১১০ জন।