রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে নতুন আরও ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে। রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন মো. নূরুল ইসলাম বলেন, গত ৮ জুন (সোমবার) করোনা উপসর্গ নিয়ে ২৭ জনের নমুন সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিলো। শনিবার দুপুরে ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে ২ জন রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এবং কলিমোহর ইউনিয়নের বাসিন্দা অন্য একজন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাসিন্দা।
রাজবাড়ীতে এখন পর্যন্ত ২৭৪২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিলো সেখান থেকে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫২ জন্য সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে। বাকি ৪৩ জনের মধ্যে ১৩ জন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৮ জন রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। বাকি ২২জন হোম আইসোলেশনে রয়েছে। নতুন আক্রান্ত সবাইকে চিকিৎসার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।