কুষ্টিয়ায় নতুন করে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৪৯৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৬ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯৭ জন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬টি নমুনা পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১৬ জন, কুমারখালী ও ভেড়ামারা উপজেলায় ৮ জন করে, দৌলতপুর উপজেলায় ৩ জন ও মিরপুর উপজেলায় একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯৭ জন।

কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১৬ জনের ঠিকানা থানাপাড়া ১ জন, কোর্টপাড়া ১ জন, জুগিয়া মংগলপাড়া ১ জন, হাউজিং বি ব্লক ১ জন, কুমারগাড়া কালীমন্দির লেন ১ জন, কাস্টম মোড় ১ জন, বিআরবি ১ জন, বড় আইলচাড়া ১ জন, মিনি মার্কেট পশ্চিমপাড়া (ফুলতলা) ১ জন, জুগিয়া বিএলটিসি পাড়া ১ জন, জগতি পোস্ট অফিসপাড়া ১ জন, মংগলবাড়িয়া বাজার ১ জন, আব্দুল আজিজ সড়ক আড়ুয়াপাড়া ১ জন, বিআরবি টাওয়ার উপজেলা মোড় ১ জন ও আড়ুয়াপাড়া ২ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানা বাড়াদি (কয়া) ১ জন, উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ১ জন, সুলতানপুর ১ জন, কুমারখালী পৌরসভা ১ জন, শেরকান্দি (কুমারখালী পৌরসভা) ৩ জন ও কুন্ডুপাড়া (কুমারখালী পৌরসভা) ১ জন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানা কুন্ডুপাড়া ২ জন, ১৬ দাগ ২ জন, নওদাপাড়া ২ জন, ধুবাইল ১ জন ও মাধবপুর ১ জন।

মিরপুর উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা খেজুরতলা। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা ওয়ালটন শো-রুম ১ জন, গংগারামপুর ১ জন ও জয়রামপুর ১ জন।

তবে সবচেয়ে নাজুক অবস্থা কুষ্টিয়া শহরের। এখানে আশঙ্কাজনকহারে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। আজ আক্রান্ত ৩৬ জনের মধ্যে কুষ্টিয়া শহরে রয়েছে ১৫ জন। জেলায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছে ৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১২৭ জন রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *