কুষ্টিয়ায় নতুন করে ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, ১ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ১৩ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৪০৯ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ১৪ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৭৬টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১০৩টি, ঝিনাইদহ জেলার ৯৫টি, চুয়াডাঙ্গা জেলার ৪৮টি, মেহেরপুর জেলার ১৮টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১২টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৩টি, ঝিনাইদহ জেলার ১৬টি, চুয়াডাঙ্গা জেলার ০৮টি এবং মেহেরপুর জেলার ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ১৩ জন ব্যক্তির মধ্যে ০৯ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০১ জন কুমারখালী উপজেলার এবং ০৩ জন ভেড়ামারা উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ০৯ জন ব্যক্তির ঠিকানাঃ
১) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) সাদ্দাম বাজার গলি, ডিসি কোর্ট, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) জুগিয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) খেজুরতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) পুলিশলাইন, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) মধ্য আইলচরা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) কালিশংকরপুর , কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮) কালিশংকরপুর , কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯) হাউজং, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ০৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১) ০৩ জনের বাড়িই কাচারিপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ০১ জন ব্যক্তির ঠিকানাঃ
১) কুমারখালী, কুষ্টিয়া।
মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায়:
আল্লারদরগা, দৌলতপুর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৪০৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,০০৮ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *