কুষ্টিয়ায় নতুন করে ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৩৮৪ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে আরও ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন ব্যাংক কর্মকর্তা, দু’জন পুলিশ ও দু’জন বিজিবি সদস্য রয়েছেন।

রবিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ জেলার ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭টি ফলাফল পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১৪ জন, ভেড়ামারা উপজেলায় ৬ জন, মিরপুর উপজেলায় ৫ জন, কুমারখালী উপজেলার ৬ জন ও দৌলতপুর উপজেলায় ৬ জন।

কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১৪ জনের ঠিকানা সদর হসপিটাল কোয়ার্টার ১ জন, মোল্লাতেঘরিয়া ১ জন, আড়ুয়াপাড়া ৩ জন, সোনালি ব্যাংক ১ জন, হাউজিং ২ জন, পুলিশ লাইন ২ জন, কোর্টস্টেশন ১ জন, কলেজ পাড়া ১ জন ও ঠিকানা উল্লেখ নাই ২ জনের।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানা বাখই ১ জন, পান্টি ১ জন, নগরসুতা ২ জন, কুণ্ডপাড়া ১ জন, দক্ষিণ ভবানিপুর ১ জন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানা বামুনপাড়া ১ জন, ১৬ দাগ ১ জন, নওদাপাড়া ১ জন, সোনালি ব্যাংক ৩ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানা সালেমপুর ১ জন, কইপাল ৩ জন, ফিলিপনগর ১ জন, দৌলতপুর ১ জন।

মিরপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা মিরপুর ৩ জন ও বিজিবি ২ জন।

আক্রান্তদের মধ্যে চারজন ব্যাংক কর্মকর্তা, দু’জন পুলিশ সদস্য ও দু’জন বিজিবি সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮৪ জনে।

আক্রান্তদের মধ্যে এখনো পর্যন্ত তিনজন মারা গেছেন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৭ জন রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *