কুষ্টিয়ায় নতুন করে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ৩১ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,২৭৫ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে  ০৮ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮৩টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১১৯টি, চুয়াডাঙ্গা জেলার ৩২টি, ঝিনাইদহ জেলার ৬৬টি, মেহরপুর জেলার ০৯টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৫৭টি) স্যাম্পলের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৩১টি, চুয়াডাঙ্গা জেলার ০২টি, ঝিনাইদহ জেলার ১১টি, মেহেরপুর জেলার ০২টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ২৩টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।

 

কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ৩১ জন ব্যক্তির মধ্যে ২২জন কুষ্টিয়া সদর উপজেলার, ০২জন দৌলতপুর উপজেলার, ০২জন ভেড়ামারা উপজেলার, ০৩ জন মিরপুর উপজেলার এবং ০২ জন খোকসা উপজেলার।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,২৭৫ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৯১৮জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯২জন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *