উত্তর কোরিয়ায় মাস্ক না পরলে তিন মাসের কঠোর শাস্তি

অনলাইন ডেস্ক : মহামারী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মাস্কের ভূমিকা অপরিসীম। ভাইরাসটি নিয়ন্ত্রণে বিশ্বের অনেক দেশই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এই মাস্ক পরা নিয়ে এবার শাস্তির ব্যবস্থা চালু করেছে উত্তর কোরিয়া সরকার। খবর ডেইলি মেইলের।

জানা গেছে, দেশটির কোনো নাগরিক মাস্ক পরা ছাড়া বাইরে ধরা পড়লে তাদেরকে শাস্তিস্বরূপ তিন মাসের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। যদিও উত্তর কোরিয়ায় এখনো কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

বলা হচ্ছে, সতর্কতাবশতই কিম প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। উত্তর কোরিয়ার জনগণ সরকারের নিয়ম মেনে মাস্ক পরছেন কিনা তা দেখার জন্য শিক্ষার্থীদের কাজে লাগাচ্ছে কিম প্রশাসন ।

এ বিষয়ে রেডিও ফ্রি এশিয়াকে কিম প্রশাসনের এক কর্মকর্তা বলেন, যারা মাস্ক পরবেন না তাদেরকে শাস্তি দেয়া হবে। আপনি যেই হন না কেন শাস্তি পেতে হবে। বিভিন্ন প্রাদেশিক শহর এবং রাজধানী পিংইয়ংয়ে পুলিশের পাশাপাশি স্কুল, কলেজের শিক্ষার্থীরাও এই ব্যাপারটি নিয়ে তদারকি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *