সারাদেশে মৃত্যু বেড়ে ২৩৫২, মোট শনাক্ত ১,৮৩,৭৯৫

অনলাইন ডেস্ক : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন। এনিয়ে মোট মারা গেলেন ২,৩৫২ জন। এছাড়া একই সময়ে আরও ২,৬৬৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৮৩,৭৯৫ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১,০৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ৫,৫৮০ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৯৩,৬১৪ জন।

গত শনিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১১,১৯৩টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,৬৮৬ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,৮১,১২৯ জন। আর গত আরও ৩০ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২,৩০৫ জন। এছাড়া গত সুস্থ হয়েছিলেন ১,৬২৮ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৮৮,০৩৪ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *