বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নতুন করে আরও ৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮০৮ জনে দাঁড়ালো।
মঙ্গলবার সকালে বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গত ১৩ জুলাই বগুড়ায় পরীক্ষা করা ২৩৩টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। এর মধ্যে পুরুষ ৩০ জন, নারী ১৩ জন এবং বাকি ২ জন শিশু।
নতুন আক্রান্ত ৪৫ জনের মধ্যে সদরে ৩৭, শাজাহানপুর ৩, দুপচাঁচিয়া ২, শিবগঞ্জ, আদমদীঘি ও ধুনটে একজন করে রয়েছেন। আর ১৪ জুলাই এর প্রতিবেদন স্বাস্থ্য বিভাগ থেকে ১৫ জুলাই জানানো হবে।