কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে করোনায় ১৯ আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,০৯৭।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ১৫ জুলাই ২০২০ মোট ৩২৮ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৩৫, চুয়াডাঙ্গা ৩৪, ঝিনাইদহ ৭২, মেহেরপুর ১৪, নড়াইল ৭৩) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৪ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন, মিরপুর উপজেলায় ১ জন ও কুমারখালি উপজেলার ১ জনসহ মোট ১৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলায় ১৩ জন, ঝিনাইদহ জেলায় ২৮ জন, নড়াইল জেলার ২৯ জন ও মেহেরপুর জেলায় ৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার ২ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৪ জনের ঠিকানা হাউজিং বি ব্লক ১ জন, উকিলপাড়া উপজেলা মোড় ১ জন, হররা ডক্টরপাড়া ২ জন, ঝাউদিয়া বাজার ১ জন, কোর্টপাড়া ১ জন, জুগিয়া ১ জন, আমলাপাড়া ২ জন, বারইপাড়া ১ জন, কেজিএইচ ১ জন, সনো হসপিটাল ১ জন, কুটিপাড়া ১ জন, কুমারগাড়া ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা এলজিইডি অফিস, আল্লার দরগা, কাপড়পোড়া।
কুমারখালী উপজেলার আক্রান্ত ১ জনের ঠিকানা বরুলিয়া।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা পাহাড়পুর।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।