ভারতে একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৩৯ হাজার

অনলাইন ডেস্ক : মহামারী করোনাভাইরাসের তাণ্ডব ভারতে বেড়েই চলছে। গেল দুই দিন নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৩৫ হাজারের বেশি। রবিবার তা ৩৯ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৯০২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একদিনের পরিসংখ্যানে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

গেল ২৪ ঘণ্টায় দেশটি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৫৪৩ জন। সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৮১৬ জনে দাঁড়িয়েছে। এদিকে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৭৭ হাজার ৬১৮ জনে। করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩৭৯ জনে দাঁড়িয়েছে। বর্তমানে দেশটিতে ৬ লাখ ৭৭ হাজার ৪২৩ জন করোনা চিকিৎসা নিচ্ছেন।

২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে ১ কোটি ৪৪ লাখ ২৫ হাজার নয়শ’র বেশি মানুষ করোনায় আক্রান্ত। মৃতের সংখ্যা ৬ লাখ ৪ হাজার অতিক্রম করেছে। আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *