রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে নতুন করে আরও ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ৯৩৭ জন। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সিভিল সাজর্ন ডা. মো. নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৮ জুলাই (শনিবার) রাজবাড়ী থেকে করোনা উপসর্গ নিয়ে ৯৭ ব্যক্তির নমুনা ঢাকায় প্রেরণ করা হলে মঙ্গলবার দুপুরে ৩৯ জনের করোনা পজিটিভ হয়। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২২জন, পাংশা উপজেলায় ৮জন, কালুখালী উপজেলায় ৪জন, বালিয়াকান্দি উপজেলায় ২জন এবং কালুখালী উপজেলায় ৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়।
আক্রান্তদের মধ্যে ৫০২ জন সুস্থ্য হয়েছেন। এছাড়া ৩৫৬জন হোম আইসোলেশনে, ৩২জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মৃত্যুরণ করেছে বলে তিনি নিশ্চিত করেন।