কুমিল্লা প্রতিনিধি : নগরীতে চিকিৎসকের বাবা ও স্বাস্থ্যকর্মীসহ কুমিল্লা জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ জন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৪ জনে। কুমিল্লা নগরীতে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। নগরীর ছয় জনের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের পিতা ও জেলা সদর হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী রয়েছে।
নগরীর অন্য চারজন আক্রান্ত হলেন, হাউজিং এস্টেটে দুইজন এবং নেউরায় দুইজন। শনিবার করোনা সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা জেলা কমিটির সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে আরো রয়েছে লাকসাম উপজেলায় একজন ডিম ব্যবসায়ী, মুরাদনগরে একজন, ব্রাক্ষণপাড়ায় দুইজন, আদর্শ সদরের তিনজন এবং নাঙ্গলকোটে তিনজন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে মনোহরগঞ্জের একজন। মারা গেছেন দেবিদ্বারের একজন।