অনলাইন ডেস্ক : ২৪ ঘণ্টায় বিশ্বের আরও ৫ হাজার ৭১৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনা ভাইরাস। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আড়াই লাখের বেশি মানুষের।
বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬২ লাখ ২ হাজার ৩৮৫ মানুষ। মারা গেছেন ৬ লাখ ৪৮ হাজার ৪৪৫ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টার আরও ৯০৮ জনের প্রাণহানির ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৯ হাজার ৩৯৮ জন। আক্রান্ত সাড়ে ৪৩ লাখ।
এদিন সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে ১১শর বেশি মানুষের। দেশটিতে মোট মৃত্যু সাড়ে ৮৬ হাজার। আক্রান্ত ২৪ লাখ।