

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সন্ত্রাসী ছিনতাইকারী, দুষ্কৃতিকারীদের কঠোর হুশিয়ারী দিয়ে তাদের প্রতিরোধে ভেড়ামারা থানা পুলিশ মটরসাইকেল মহড়া দিয়েছেন।সকালে ভেড়ামারা থানা কম্পাউন্ড থেকে মটরসাইকেল মহড়াটি বের হয়ে শহরসহ অন্যান্য এলাকায় প্রদক্ষিণ করে। এসময় পুলিশি মহড়ার নেতৃত্ব দেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মোহাম্মদ আল বেরুনী ও ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল। ভেড়ামারা থানাকে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই ও চাঁদাবাজ মুক্ত রাখতে পুলিশি টহলসহ আইনশৃঙ্খলা কঠোর ভাবে নিয়ন্ত্রন করা হবে বলে জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল। তিনি সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন।