কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে ১৬ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১,৫৪৪ দাঁড়ালো।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ৩০ জুলাই ২০২০ মোট ৩৭৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ৮০, চুয়াডাঙ্গা ৮৯, ঝিনাইদহ ১০০, নড়াইল ৮১ ও মেহেরপুর ২৬) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১২ জন, দৌলতপুর উপজেলার ২ জন, কুমারখালী উপজেলার ১
জন ও মিরপুর উপজেলার ১ জনসহ মোট কুষ্টিয়ায় মোট ১৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার ২৯ জন, ঝিনাইদহ জেলার ৪৩ জন, নড়াইল জেলায় ৩৪ জন, পাবনা জেলায় ৩ জন ও মেহেরপুর জেলার ৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৫ জন ও নড়াইল জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১২ জনের ঠিকানাঃ জুগিয়া ১ জন, এফ- ৪৩৫ হাউজিং ১ জন, বোয়ালদাহ ১ জন, মজমপুর ১ জন, আলামপুর-বালিয়া পাড়া ১ জন, মাছ পাড়া ১ জন, আমলা পাড়া ১ জন, হালসা ১ জন, কে জি এইচ- ২ জন, এ-৩৩ হাউজিং ১ জন ও কলেজ মোড়- কোর্টপাড়া ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ
ইনসাফ নগর ১ জন ও দৌলতপুর ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ
নাতুরিয়া ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ
পোড়াদাহ ১ জন।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।