বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নতুন করে ৭০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৭৮ জনে দাঁড়ালো। বুধবার বেলা ১১টায় জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
গত ১৪ জুলাই বগুড়ায় পরীক্ষা করা ২৫৭টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০ জন। এর মধ্যে পুরুষ ৪৬ জন, নারী ২১ জন এবং বাকি ৩ জন শিশু।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৪৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক হাজার ৯৪৪ জন সুস্থ হলেন। একই সময়ে েেজলায় নতুন করে আরও একজন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ৭৩ জনে দাঁড়িয়েছে।