অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনা মহামারির প্রভাব আগামী কয়েক দশক ধরে চলতে পারে।
শুক্রবার সংস্থার জরুরি কমিটির এক বৈঠকে এই কথা বলেন ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস।
তিনি বলেন, মহামারিটি একেক দেশে স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। যার ফল স্বরূপ এর প্রভাব আগামী কয়েক দশক পর্যন্ত থেকে যেতে পারে।
টেড্রোস আডানোম আরও বলেন, যদিও করোনাভাইরাস নিয়ে গবেষণায় অগ্রগতি হয়েছে, তারপরও অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। মানুষ এখনও ঝুঁকিতে থেকে গেছে।সূত্র:আলজাজিরা