অনলাইন ডেস্ক : আবারও সোনার দাম কমেছে। টানা কয়েকদিন সোনার দাম বাড়ার পরে শুক্রবার থেকে হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে।
জানা যায়, গত শুক্রবার হঠাৎ করে সোনার দাম প্রায় ৪২ ডলার কমে ২০২৮.১১ ডলারে বিক্রি হয়। এদিন একবারের জন্যও আগের দিন দাম পার করতে পারেনি সোনা। গোল্ড প্রাইসের সরাসরি হাল নাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে।
অবশ্য এর আগে কয়েকদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়ছিল।
বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, ২ আগস্ট প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১০ ডলার। পরেরদিন বেড়েছে ২ ডলার, ৪ আগস্ট বেড়েছে ৩৯.৬৫ ডলার আর ৫ আগস্টে প্রতি আউন্স সোনার দাম বাড়ে ২৭.১৫ ডলার। ৬ আগস্ট সোনার বাজার থামে ২০৬৫.৪১ ডলারে। এদিন প্রতি আউন্স সোনার দাম বাড়ে ২৩.৩০ ডলার।