বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নতুন করে আরও ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৬ হাজার ৯৭ জন করোনায় আক্রান্ত হলেন। একই সময়ে ৬২ জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৪৬ জন।
এছাড়াও নতুন করে আরও ৪ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৪০ জনে। শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তরের ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম।