অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯১২ জন মারা গেছেন। ভারতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫৬ হাজার ৭০৬ জন।
রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ২৩৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩০ লাখ ৪৪ হাজার ৯৪০। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ লাখ ৮০ হাজার ৫৬৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৯৮৯ জন। সুস্থতার হার ৭৪ দশমিক ৮৯ শতাংশ।