কারোনা : অস্ট্রেলিয়া লকডাউন শিথিল করছে

অনলাইন ডেস্ক : চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত ৩১শে ডিসেম্বর প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকেই তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে, চলছে লকডাউন।

তবে করোনার কারণে দেয়া লকডাউন নির্ধারিত সময়ের আগেই শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন। আগামী শুক্রবার (৮ই মে) থেকেই লকডাউনে শিথিল করা হবে।
মরিসন জানিয়েছেন, আগামী শুক্রবার এ বিষয়ে আলোচনা করতে মন্ত্রিসভার বৈঠক হবে। তিনি বলেন, অস্ট্রেলিয়ার নাগরিকরা সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করেছে। তারা ভালো অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের অর্থনীতি পুণরায় চালু করতে হবে। আমাদের সমাজকে আবারও গতিশীল করে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *