‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী চলচ্চিত্রে

বিনোদন ডেস্ক: ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয়ের পর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে চীনে যান জান্নাতুল ঐশী। মুকুট জিততে না পারলেও লড়েছিলেন শেষ পর্যন্ত। দেশে ফেরার পর তাঁকে নায়িকা করে সিনেমা বানাতে আগ্রহী হন কয়েকজন পরিচালক ও প্রযোজক। ফোনে আলাপের পাশাপাশি দেখা করেও কথা বলেন তিনি। সেসব আলাপ বেশি দূর এগোয়নি। অবশেষে চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন ঐশী। তাঁর প্রথম সিনেমার নাম ‘মিশন এক্সটিম’। এই সিনেমায় নায়ক আরিফিন শুভর বিপরীতে অভিনয় করবেন ঐশী। সম্প্রতি তিনি ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন।



‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা থেকে দেশে ফেরার পর ঐশী বিভিন্ন প্রতিষ্ঠানের স্থিরচিত্রের মডেল হন। স্টেজ শোতেও কাজ করেন। হয়েছেন গানের ভিডিওর মডেল। আজ সোমবার দুপুরে যোগাযোগ করা হয় ঐশীর সঙ্গে। জানালেন তিনি ভোলায় আছেন। বললেন, ‘আমি খুব নার্ভাস। ছবিতে এত বড় মাপের সব অভিনয়শিল্পী, কী যে হবে আমার। সবাইকে বলেছি, আমি কিন্তু ভালো অভিনয় জানি না।’

‘মিশন এক্সটিম’ ছবিতে তাঁর চরিত্র নিয়ে ঐশী বলেন, ‘এখনই কিছু বলা ঠিক হবে না। তবে এতটুকু বলব, চরিত্রটি খুব শক্তিশালী।’

‘ঢাকা অ্যাটাক’ সফল হওয়ার পর আরেকটি পুলিশি অ্যাকশন থ্রিলার তৈরির ঘোষণা দেওয়া হয়। ছবির নাম ‘মিশন এক্সটিম’। এই সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। ‘মিশন এক্সটিম’ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হবে। বিশ্বের বিভিন্ন দেশে স্পেশাল পুলিশ সদস্যদের পেশাদারি, ত্যাগ, সাহসিকতা আর সাফল্যের ওপর ভিত্তি করে অসংখ্য সিনেমা নির্মিত হয়েছে। বাংলাদেশে সেই উদ্যোগ নেই বললেই চলে। “ঢাকা অ্যাটাক” মুক্তির পর দর্শক চাহিদার কারণে এ ধরনের আরেকটি সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছি আমরা।’

‘মিশন এক্সটিম’ পরিচালনা করবেন ফয়সাল আহমেদ। তিনি ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৬ মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে। ঐশী জানান, তাঁর শুটিংয়ের সময় এখনো জানানো হয়নি। ভোলা থেকে ঢাকায় এসেই শুটিংয়ের বিষয়গুলো বুঝে নেবেন। মহড়ায় অংশ নেবেন। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *