বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ২৩ ও শিশু আটজন।
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ২৯২ জনের মধ্যে ৫৫ জন পজিটিভ। অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ২৪ এর মধ্যে ৯ জন পজিটিভ। মোট ৩১৬ পরীক্ষায় বগুড়া জেলায় নতুন ৬৪ জন করোনা পজিটিভ হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৬৬২৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫১৮ জন, মৃত্যুবরণ করেছেন ১৫১ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৯৫৪ জন।