অনলাইন ডেস্ক : ভারতে বেড়েছে চলেছে করোনা সংক্রমণ। নতুন করে ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪ হাজারের বেশি মানুষ। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১০৯২ জনের।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৩১ জন মানুষ, মৃত্যু হয়েছে ১০৯২ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৭ লাখ ৬৭ হাজারের বেশি এবং মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৯ জনে।
মোট আক্রান্তের মধ্যে ভারতে অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৫১৪ টি ও সুস্থ হয়েছেন ২০ লাখের বেশি মানুষ।