আলমডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরে ট্রাফিক পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে । রোববার পরিচালিত এ অভিযানে কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে ৫০টি মামলা ও ৪০টি মটর বাইক জব্দ করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরে দিনব্যাপী চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের একটি দল অভিযান চালিয়েছে। ট্রাফিক সার্জেন্ট মৃত্যুঞ্জয়ী বিশ্বাস ও মাহবুব কবীরের নেতৃত্বে সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে মটরসাইকেলের কাগজপত্র না থাকায় ৪০টি মোটর বাইক আটক ও সহ নানা ক্রটির কারণে সড়ক পরিবহন আইন ২০১৮’র মোতাবেক ৫০টি মামলা দায়ের করা হয়।
Posted in সমগ্র জেলা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ৫০টি মামলা ও ৪০টি মোটর বাইক জব্দ
September 1, 2020