

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে ১৫ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে আপন খালুর বিরুদ্ধে। ঘটনাটি পৌরসভার ৭নং ওয়ার্ড ঝাউতলা মাঠপাড়াতে ঘটেছে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর যৌন পীড়নের অপরাধে মামলা দায়ের করেছে। মামলা নং- ০৭, তাং- ১১/১০/২০২০।
অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ শুকুর আলী (৫৫)।সে ওই এলাকার মৃত উমর আলী’র ছেলে।পেশায় একজন পাউয়ারলুম ব্যবসায়ী।ঘটনার পর থেকেই আসামী পলাতক রয়েছে।
পুলিশ ও শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, নানী শারীরিকভাবে অসু্স্থ হওয়ায় প্রতিবন্ধী শিশুটি মায়ের সাথে নানীদের বাড়িতে থাকে।পাশেই খালু শুকুর আলীর বাড়ি। গত ৮ অক্টোবর দুপুরে শিশুটিকে ঘরের মধ্যে একলা পেয়ে জানালা দিয়ে যৌন হয়রানি করে আপন খালু।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ঘরের মধ্যে একলা পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে যৌনহয়রানি করেছে আপন খালু।এঘটনায় শিশুটির মা মামলা দায়ের করেছে।