কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার বশির উদ্দিন (৫৫) নামে এক ভ্যান চালককে খুন করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে সদর উপজেলার চরগোপালপুর-মিটন সড়কের পাশে ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বশির উদ্দিন কুমারখালী উপজেলার সাওতা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, বশির উদ্দিন রাতে কাজ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি চরগোপালপুর এরাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ভ্যান নিয়ে চলে যায়। সকালে ধান ক্ষেতের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।