

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে করোনার ঝুঁকির কারণে অর্থনেতিক ক্ষতি পোষাতে বার্ষিক শরণার্থী গ্রহণের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
সম্প্রতি বার্ষিক শরণার্থী ১৮ হাজার ৭৫০ থেকে ১৩ হাজার ৭৫০-এ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ২০২১ সালের মাঝামাঝি নাগাদ এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার শরণার্থী কাউন্সিল।
শরণার্থীর সংখ্যা কমলে বছরে ৭০ কোটি ডলার সঞ্চয় হবে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে করোনা সংকট মোকাবেলায় বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা শরণার্থীদের কাজ খুঁজতে ও পুনর্বাসনে ৯০ লাখ ডলার ব্যয় করবে দেশটি।