অনলাইন ডেস্ক : চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ তিনজনের করোনা শনাক্ত হয়। আজ শনিবার ৮ আগস্ট দেশে করোনা শনাক্তের পাঁচ মাস। পাঁচ মাসের ব্যবধানে দেশে এখন পর্যন্ত মোট ২,৫৫,১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে দেশে করোনায় মোট ৩,৩৬৫ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে গত পাঁচ মাসে দেশে মোট সুস্থ হলেন ১,৪৬,৬০৪ জন।
শনিবার দুপুর আড়াইটায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে অনলাইন মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেছেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। একই সঙ্গে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৬১১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ২০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।