করোনাভাইরাস : মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি, না মানলে ৬ মাসের জেল

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ভারতে যতদিন তৃতীয় দফার লকডাউন চলবে, অর্থাৎ‌ ১৭ মে পর্যন্ত মুম্বাইতে জারি থাকবে ১৪৪ ধারা। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত মেডিক্যাল কারণ ছাড়া কোনও অনাবশ্যকীয় জিনিস কিনতে এক বা একাধিক মানুষের বাড়ির বাইরে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ওই সময়ে শুধু মেডিক্যাল প্রয়োজনে ব্যবহৃত গাড়ি রাস্তায় বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে নতুন নির্দেশিকায়। ১ মে তৃতীয় দফার লকডাউনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে এই লকডাউনে বেশকিছু ছাড় দেওয়া হয়েছে।খুলে দেওয়া হয় মদের দোকান। সোমবার মদের দোকান খোলার পরই মুম্বাইয়ে জটলার সৃষ্টি হয়। লকডাউনের নিয়ম না-মেনে স্থানীয় কিছু মদের দোকানের সামনে ভিড় জমান মানুষজন। দোকানের বাইরে লম্বা লাইনের ক্ষেত্রেও সামাজিক দূরত্ব মানা হয়নি। ভারতের মধ্যে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র প্রদেশ এবং এর রাজধানী শহর মুম্বাই। এই ঘটনার পর ১৪৪ ধারা জারি করা হয়।
মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৯,১২৩। সোমবার আরও ১৫০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরও ১৮ জন। এর ফলে মুম্বাইতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *